করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৮১৩ পুলিশ

চিকিৎসায় নতুন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ থেকে এ পর্যন্ত সেরে উঠেছেন পুলিশের আট শতাধিক সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 02:30 PM
Updated : 24 May 2020, 02:30 PM

রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

রোববার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ হাজার ৬১০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৯০১ জন।

এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮১৩ জন পুলিশ সদস্য।

তবে রোববার ১৬৬ জনসহ পুলিশে আক্রান্তের বেড়ে তিন হাজার ৭৩২ জন হয়েছে আর মারা গেছেন ১৩ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর বলছে, সুস্থ অনেকেই আবারও কাজে যোগ দিয়েছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।

সদস্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।