করোনাভাইরাসে কাউন্টার টেররিজম পরিদর্শকের মৃত্যু

রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 07:18 AM
Updated : 24 May 2020, 08:38 AM

৪৩ বছর বয়সী রাজু আহম্মেদ ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের বাসিন্দা।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪ মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

“ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। এতোদিন তিনি আইসিইউতে ছিলেন।”

রাজু করোনাভাইরাসে মৃত প্রথম পুলিশ পরিদর্শক। তাকে নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

রাজু আহম্মেদের মৃত্যুতে পুলিশের আইজি বেনজীর আহমেদ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।