এইডিস মশার লার্ভা পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধের অভিযানে এইডিস মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন ভবনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 01:51 PM
Updated : 19 May 2020, 01:51 PM

চলমান অভিযানে মঙ্গলবার নির্বাহী হাকিমরা এই জরিমানা করেন বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার ডিএনসিসির ৫টি অঞ্চলে ২ হাজার ৪৩৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন নির্বাহী হাকিমদের নেতৃত্বে ডিএনসিসির কর্মীরা। এসময় বিভিন্ন স্থাপনা ও পরিত্যক্ত জায়গায় এইডিসের লার্ভা পাওয়ায় ৭টি মামলা করেন ম্যাজিস্ট্রেটরা।

ডিএনসিসি গত ১০ মে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এখন পর্যন্ত তিন লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।