সংসদের বাজেট অধিবেশন বসছে ১০ জুন

করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী ১০ জুন বসছে সংসদের অষ্টম অধিবেশন। এই অধিবেশনে ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 02:59 PM
Updated : 18 May 2020, 03:02 PM

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ১০ জুন বিকাল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাজেট অধিবেশনে সাধারণ দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের পর তা নিয়ে পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন ২১ কার্যদিবসের ছিল।

তবে মহামারীর এই সময়ে তাতে পরিবর্তন আসতে পারে।

বাজেট অধিবেশনের ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এরইমধ্যে জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সংবিধানের নিয়ম রক্ষায় গত ১৮ এপ্রিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশনে বসে জাতীয় সংসদ। সেটি ছিল একাদশ সংসদের সপ্তম অধিবেশন।

ছোঁয়াচে রোগ কোভিড-১৯ সংক্রমণ এড়াতে ওই অধিবেশনে আইনপ্রণেতাদের বসানো হয়েছিল দূরত্ব বজায় রেখে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত অধিবেশনে মোট ১৩৫ জন সংসদ সদস্য অংশ নেন।

গত মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তম অধিবেশনে যোগ দিয়েছিলেন সংসদ সদস্যরা (ফাইল ছবি)

সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তুলনামূলক কম সংখ্যক সদস্য ওই অধিবেশনে অংশ নিয়েছিলেন।

ওই অধিবেশনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতেও লাগাম টানা হয়। যাদের প্রয়োজন, শুধু তাদের সংসদকে ঢুকতে দেওয়া হয়। সাংবাদিকদেরও সংসদে না যাওয়ার অনুরোধ করা হয়।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাজেট অধিবেশনের শুরুর দিন শোকপ্রস্তাব উত্থাপনের পর অধিবেশন মুলতবি করা হবে।

সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন মূলতবির রেওয়াজ রয়েছে।

গত ৬ মে ঢাকার ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা যান।