জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর শোক

খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 06:15 AM
Updated : 28 April 2020, 06:15 AM

সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণী কমিটিতে জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে কাজ করার স্মৃতি স্মরণ করে মোস্তাফা জব্বার মঙ্গলবার এক শোকবার্তায় বলেছেন, “তিনি ছিলেন জাতির এক বিরল প্রতিভা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জুনাইদ আহমেদ পলক এক শোকবার্তায় বলেন, “বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অসংখ্য উন্নয়ন প্রকল্পে কাজ করার পাশাপাশি জামিলুর রেজা চৌধুরী তথ্যপ্রযুক্তি বিষয়েও সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন। তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।”

জামিলুর রেজা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সোমবার রাতে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘হার্ট অ্যাটাক’ হয়। ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

১৯৯৬ সালের নির্বাচনের আগে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।

একুশে পদক পাওয়া এই শিক্ষককে ২০১৮ সালে সরকার জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।