ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তার মৃত্যু করোনাভাইরাসে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন পরামর্শক হাসপাতালে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 01:00 PM
Updated : 25 April 2020, 02:20 PM

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।

তিনি বলেন, “মিল্লাতুল ইসলামের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। গত শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।”

রিপোর্ট আসার আগেই শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয় বলে উত্তম কুমার জানান। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে অবসরে যাওয়ার পর ওই বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন ষাটোর্ধ্ব মিল্লাতুল ইসলাম। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

খন্দকার মিল্লাতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।