প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে করোনাভাইরাস পরীক্ষা শুরু

সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরই) নতুন করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 07:59 AM
Updated : 25 April 2020, 07:59 AM

শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো ১৯টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে বলে বিএলআরইএর মহাপরিচালক ড. নাথু রাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

“নমুনা সংগ্রহ করে দেবে আইইডিসিআর। আমরা সেটা পরীক্ষা করে রেজাল্ট তাদের কাছে পাঠিয়ে দেব। আমাদের এখানে দুটি পিসিআর মেশিন আছে। আমরা দিনে তিনশর মত নমুনা পরীক্ষা করতে পারব।”

এ নিয়ে দেশে বর্তমানে ২২টি গবেষণাগারে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আরও ১১টি ল্যাব রয়েছে।

বিএলআরই্ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে বিএলআরআইয়ের গবেষণাগারে সম্ভাব্য কোভিড-১৯ রোগীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলে কিট ও অন্যান্য উপকরণ সরবরাহ শুরু হয়।

এসব নমুনা সংগ্রহ, গবেষণাগারে পাঠানো, ডেটা অ্যান্ট্রির কাজের জন্য বিএলআরআইয়ের বিজ্ঞানী ও কর্মচারীদের নিয়ে ১৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে ৬ সদস্যের আরও একটি দল কাজ করছে।