কোভিড-১৯: ঢাকায় ৭ বছরের শিশুর মৃত্যু

নতুন করোনাভাইরাসে আক্রান্ত সাত বছরের এক শিশু ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 05:56 AM
Updated : 25 April 2020, 08:32 AM

হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

“মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকেই তার কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি।”

শনিবার সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়েই শিশুদের সংক্রমণ ও মৃত্যুর হার অন্যদের তুলনায় কম।

এর আগে গত ১৩ এপ্রিল চট্টগ্রামের পটিয়ার ছয় বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মত তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানায় আইইডিসিআর। দেশে এ রোগে প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

সরকারি হিসাবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ৬৮৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে।