ভারত থেকে ফিরেছেন আরও ১৬৯ জন

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া আরও দেড় শতাধিক বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 10:59 AM
Updated : 24 April 2020, 10:59 AM

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টা ৫৬ মিনিটে তাদের একটি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে পাঁচ শিশুসহ ১৬৯ জন দেশে আসেন।

এর আগে ভারতে আটকে থাকা প্রায় ৫০০ বাংলাদেশি তিন ধাপে চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকা ফেরেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।