কোভিড-১৯: মৃত্যু বেড়ে ১২০, আক্রান্ত ৩৭৭২ 

দেশে এক দিনে আরও ৩৯০ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭২ জন।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 08:46 AM
Updated : 22 April 2020, 08:46 AM

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে।

গত এক দিনে আরও পাঁচজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে দশজন মারা গেছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী।

তাদের সাতজন ঢাকার, ঢাকার বাইরের ৩ জন। ময়মনসিংহ, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জে একজন করে মারা গেছেন।

“মৃতদের মধ্যে ষাটোর্ধ তিনজন, পঞ্চাশোর্ধ দুজন, চল্লিশোর্ধ ৩ জন এবং ২০ থেকে ৩০ বছর বয়সী ২ জন। আমরা সবার বিদেহী আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করি।”

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৫২টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে বুলেটিনে জানান ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আগের কিছু নমুনাও গত এক দিনে পরীক্ষা করায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৬টি। নমুনা পরীক্ষার এ হার আগের দিনের চেয়ে ৪ দশমিক এক শতাংশ বেশি।

নতুন আক্রান্তের তুলনায় সুস্থ্য হওয়ার হার কম হওয়ার ব্যাখ্যায় ডা. নাসিমা সুলতানা বলেন, যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থ্য হতে দীর্ঘ সময় লাগছে। অনেক সময় লক্ষণ-উপসর্গ নিয়েই তারা ১০-১৫ দিন থাকেন। তারপর তাদের লক্ষণ-উপসর্গ কমতে থাকে, মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ্য হতে।

“একজন ব্যক্তিকে আমরা তখনই সুস্থ বলব যখন তার পরপর দুইটি নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসবে।”

সংবাদ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ১৫০ জন, ছাড়পত্র পেয়েছেন ১৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯০০ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ৫৯৪ জন মুক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ৩২৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৪০ জন হোম কোয়ারেন্টিনে এবং ৭ হাজার ৩৩৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গেছেন।

 

পুরনো খবর