সম্পাদকদের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ

নতুন করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ওএমএস এর চাল চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রের সম্পাদকদের একটি সংগঠন ‘সম্পাদক পরিষদ’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 12:08 PM
Updated : 22 April 2020, 09:03 AM

সংগঠনের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম মঙ্গলবার এক বিবৃতিতে ওই মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে ঠাকুরগাঁওয়ে; সেটি করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির নেতা মোমিনুল ইসলাম ভাসানী।

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘বিতর্কিত’ হিসেবে বর্ণনা করে বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কোনো ধরনের প্রতিবাদলিপি না দিয়ে, যে প্রেস কাউন্সিলের এ ধরনের বিষয় নিয়ে কাজ করার কথা সেখানে কোনো অভিযোগ না করে, ডিজিটাল নিরাপত্তা আইনের মত একটি ড্রাকোনিয়ান আইনে ওই মামলা করা হয়েছে।”

সম্পাদক পরিষদ বলছে, “করোনাভাইসের মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি গণমাধ্যম যখন শত প্রতিকূলতার মধ্যেও দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে, তখন মিডিয়াকে এই ধরনের হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক।”

এই দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার এহেন চেষ্টা’ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে সম্পাদক পরিষদের বিবৃতিতে।

সংবাদ প্রকাশের কারণে সম্পাদক, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকে স্বাধীন সাংবাদিকতার উপর কুঠারাঘাত বলে ইতোমধ্যে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রও এই মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নও মামলায় উদ্বেগ প্রকাশ করে প্রত্যাহারের দাবি জানিয়েছে।