করোনাভাইরাস টেস্টিং কিট মজুদ, ৫ জনের সাজা

রাজধানীতে নতুন করোনাভাইরাস পরীক্ষার কিট মজুদ রাখার দায়ে পাঁচ জনকে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 12:01 PM
Updated : 21 April 2020, 12:33 PM

তাৎক্ষণিকভাবে দণ্ডিতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে টেস্টিং কিট জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজারবাগ ২নং গেট সংলগ্ন শহীদ নগরে অভিযান পরিচালনা করে ৩০০ টেস্টিং কিট জব্দ করা হয়। এজন্য তিনজনকে এক বছর নয় মাস করে কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

“পরে নিকুঞ্জের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৯০০ টেস্টিং কিট, নকল এন ৯৫ মাস্ক পাওয়া যায়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলছে জানিয়ে পলাশ বলেন, “এই দুজনেরও জেল ও জরিমানা করা হবে।”