করোনাভাইরাস: ওআইসির বিশেষ বৈঠক বুধবার

করোনাভাইরাসের মহামারীর মধ্যে করণীয় ঠিক করতে বিশেষ বৈঠকে মিলিত হচ্ছে ইসলামী দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 10:05 AM
Updated : 21 April 2020, 10:05 AM

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ ওআইসির ছয় নির্বাহী সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন।

৫৭টি মুসলিম দেশের এই আন্তর্জাতিক সংগঠনের বর্তমান নির্বাহী কমিটিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে সৌদি আরব, তুরস্ক, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। সৌদি আরব বর্তমান নির্বাহী কমিটির সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে সদস্য দেশগুলোর মধ্যে গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে এই বৈঠক হচ্ছে।

সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতে প্রাণঘাতি এই ভাইরাসের প্রভাব, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয় বৈঠকে পর্যালোচনা হবে বলে জানানো হয়েছে সেখানে।

পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ওআইসি মহাসচিব এই বৈঠকে যোগ দেবেন। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।