‘করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না’ সাবেক সাংসদের ছেলে

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর বের হলেও তা সত্যি নয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 08:21 AM
Updated : 19 April 2020, 08:21 AM

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ৩২ বয়সী এই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বাভাবিক মৃত্যু হওয়ায় রাতেই মৃতদেহ স্বজনরা নিয়ে যান। এভাবে মারা গেলে পুলিশকে জানানো হয় না।

“তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘করোনায় মারা গেছে’ গুঞ্জন উঠলেও বিষয়টি সত্য নয়।”

 

আসিফ ইমরানের ছোট ভাই আসিফ ইমতিয়াজ খান ফেইসবুক পেইজে লিখেছেন, তার বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কোনো সংবাদ মাধ্যমে তাকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে তুলে ধরা হয়েছে, যা সত্য নয়। ভুল তথ্য ও অপপ্রচার না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আসিফের মা অধ্যক্ষ বুলবুল নাহার বকুল। তারা সবাই কানাডার নাগরিক। ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশে এসেছিলেন।