স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়তে বললে ধরবে পুলিশ

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে যে সব বাড়িওয়ালা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়তে বলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 11:54 AM
Updated : 17 April 2020, 11:54 AM

সেই ধরনের কোনো ঘটনা ঘটলে তা পুলিশকে জানাতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার ডিএমপির ফেইসবুক পাতায় এক পোস্টে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী, ব্যাংকারসহ জরুরি সেবায় নিয়োজিত কেউ সমস্যায় পড়লে পুলিশে ফোন করার অনুরোধ করেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, “করোনাভাইরাস প্রতিরোধ করতে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা তাদের ডিউটি পালন করতে যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন।

“এরপরও কতিপয় বাড়ির মালিক কাউকে কাউকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমন হুমকি কেউ পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা ৯৯৯ এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।”

এই সময়ে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার অনুরোধও জানান ডিএমপি কমিশনার।