সচিব হলেন সুলতানা আফরোজ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সুলতানা আফরোজকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 10:07 AM
Updated : 12 April 2020, 10:07 AM

তাকে প্রেষণে সচিব পদমর্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সুলতানা আফরোজ

আলাদা আদেশে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহান আরা বানুকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দিয়েছে সরকার। নতুন দায়িত্বে তিনি সচিব পদমর্যাদার গ্রেড-১ এর সুযোগ সুবিধা ভোগ করবেন।

এর আগে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার সেই আদেশ বাতিল করে তাকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম আগামী ২০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। সেজন্য রোববার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।