শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ বাসা অবরুদ্ধ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এক ব্যক্তির নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তিনটি বাসা অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 02:47 PM
Updated : 9 April 2020, 02:47 PM

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকে এক পোস্টে এ খবর জানান।

তিনি বলেন, “আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার জামে মসজিদ সংলগ্ন মেসের এক বাসিন্দার নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে ওই কোয়ার্টারের পাশে তিনটি বাসা লকডাউন করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্ত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি ফার্মেসিতে চাকরি করেন।

সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত ৩৩০ জনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে, তাদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।