বিএসএমএমইউর অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 01:57 PM
Updated : 9 April 2020, 01:57 PM

বৃহস্পতিবার পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে বলে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। আজকে আমরা উনার টেস্ট করিয়েছি।”

ওই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।”

কীভাবে সংক্রমণ ঘটতে পারে বলে মনে করেন- প্রশ্ন করা হলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, “হাসপাতালে রোগী দেখেছি। সেখান থেকে সংক্রমিত হয়েছি বলে ধারণা করছি।”