১ হাজার দুস্থকে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা

নভেল করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ এক হাজার দুস্থদের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 12:21 PM
Updated : 9 April 2020, 12:21 PM

তিনি বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্ন আয়ের মানুষদের সরকারিভাবে জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। তারপরও কিছু কিছু নিম্ন আয়ের মানুষ সহযোগিতা পাওয়া থেকে বাদ পড়ে যাচ্ছে।

“এরকম এক হাজার দুস্থদের তালিকা তৈরি করে খাদ্যপণ্য বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।”

খাদ্যপণের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, এক কেজি লবণ ও সাবান।

নভেল করোনাভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। এতে দৈনিক খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।

বাংলাদেশ এই ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন ৩৩০ জন, সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৩ জন; মারা গেছেন ২১ জন।