করোনাভাইরাস: রায়েরবাজারে মসজিদ অবরুদ্ধ

রাজধানীর রায়েরবাজারের একটি মসজিদের খাদেমের দেহে নভেল করোনাভাইরাস ধরা পড়ার পর মসজিদসহ আশপাশের এলাকা অবরুদ্ধ করে ফেলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 11:48 AM
Updated : 9 April 2020, 12:08 PM

বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্দিজীবী জামে মসজিদ এলাকা ‘লকডাউন’ করার পর ইমামসহ মসজিদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক সৈকত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই মসজিদের এক খাদেম অসুস্থ ছিলেন। পরীক্ষায় তার করেনাভাইরাস পজেটিভ এসেছে।

“বিষয়টি আইইসিডিআর নিশ্চিত করার পর ওই এলাকা লকডাউন করে ফেলা হয়েছে। ইমামসহ অন্য যারা মসজিদে ছিলেন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”

ওই মসজিদে আর জামাত হবে কি না জানতে চাইলে উপ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে কিছুই হবে না, পুরোপুরি লকডাউন। এই মসজিদের যে যেখানে আছেন, তিনি সেখানিই কোয়ারেন্টিনে থাকবেন।”

স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদের পাশেই এক বাসায় ইমাম থাকেন।

“মসজিদের ভেতরে থাকেন দুজন খাদেম। তাদেরই একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে।”