সাংবাদিক রওশন উজ জামান আর নেই

বাংলাদেশের প্রবীণ সাংবাদিক রওশন উজ জামান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 06:07 PM
Updated : 8 April 2020, 06:07 PM

ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসায় বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছোট বোন রোজী আখতার।

তিনি বলেন, ফুসফুসের জটিলতায় গত ফেব্রুয়ারি থেকে তিনি ভুগছিলেন।

রওশন জামানের তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

চার দশকের কর্মজীবনে তিনি ইউএনবি, নিউ এইজ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাসস, এএফপিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করেছেন।

২০১৮ সালে ইংরেজি দৈনিক নিউ এইজের সহযোগী সম্পাদক হিসেবে সাংবাদিকতা থেকে অবসরে যান এই সাংবাদিক।

নিউ এইজের প্রধান প্রতিবেদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তর ৭ নম্বর সেক্টরের মসজিদে নামাজে জানাজার পরে ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে রওশন জামানকে।

রওশন জামান ১৯৪৯ সালের ১০ অক্টোবর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। স্নাতকোত্তর শেষ করে তিনি প্রতিষ্ঠানটির স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য রওশন উজ জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।