প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুদকের ২০ লাখ টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে বৈশাখী ভাতার প্রায় ২০ লাখ টাকা জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 03:58 PM
Updated : 8 April 2020, 03:58 PM

সোমবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুদকের পরিচালক (উপ-সচিব) জালাল সাইফুর রহমান মারা যাওয়ার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তার সহকর্মীদের অর্থ জমা দেওয়ার খবর আসে।

বুধবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক চেয়ারম্যান, কমিশনার, সচিবসহ কর্মকর্তাদের ২০২০ সালের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

দুইদিন আগে দুদকের এক কর্মকর্তা এ অর্থ জমা দিয়েছেন বলে জানান তিনি।

২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জালাল সাইফুর ২০১৬ সাল থেকে দুদকে প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন।

করোনাভাইরাস পজেটিভ আসায় গত ৩০ মার্চ ওই কর্মকর্তাকে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে তিনি সোমবার মারা যান।

সর্বশেষ গত ২২ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে অফিস করেন জালাল সাইফুর রহমান।

দুদকে তার কাছাকাছি থেকে কাজ করেছেন এমন ১২ জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া তার স্ত্রী এবং ছেলেও হোম কোয়ারেন্টিনে রয়েছেন।