মহাখালী বস্তিতে জীবাণুনাশক ছিটাল জিয়া ফাউন্ডেশন

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর বস্তিতে জীবণুনাশক ওষুধ ছিটিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 03:43 PM
Updated : 8 April 2020, 03:43 PM

বুধবার মহাখালীর সাততলা এলাকার বস্তিতে এই ওষুধ স্প্রে করে সংগঠনটির একদল নেতা-কর্মী।

ফাউন্ডেশনের নেতা কৃষিবিদ আবদুল করীম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারাদেশে জীবণুনাশক ঔষধ ছিটানোর যে কর্মসূচি সারাদেশে শুরু হয়েছে তার অংশ হিসেবে সংগঠনের কৃষিবিদ গ্রুপ আজকে মহাখালীর বস্তিতে স্প্রে করছি। পর্যায়ক্রমে আমরা ঢাকা শহরের ১০টি বস্তিতে এই জীবণুনাশক ঔষধ ছিটাব।”

এ সময়ে কৃষিবিদ শফিউল আলম দিদার, সানোয়ার আলম, ২০ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জসীম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিক ডোনার জানান, সংগঠনের ২৭টি টিম বিভিন্ন নির্দিষ্ট বিষয়ে সেবাপ্রদানের লক্ষ্যে কাজ করছে। করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরী স্বাস্থ্যসেবার জন্য ২৫টি মোবাইলের হটলাইটও চালু করেছে ফাউন্ডেশন।