ময়মনসিংহের হালুয়াঘাটে ত্রাণ বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছে সোস্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন নামে যোগাযোগ বিদ্যার শিক্ষক-শিক্ষার্থীদের একটি সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 05:23 PM
Updated : 7 April 2020, 05:51 PM

মঙ্গলবার হালুয়াঘাটে ৬০টির বেশি পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করে এই সংগঠন। এই কাজে তাদের সঙ্গে ছিল হিউম্যান ফর হিউম্যানিটি, হালুয়াঘাট অনার্স স্টুডেন্টস ফোরাম নামে আরও দুটি সংগঠন।

স্বেচ্ছাসেবকরা ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের প্যাকেটে ছিল চাল, আলু, সয়াবিন তেল, ডাল, পেঁয়াজ, সাবান ইত্যাদি।

হালুয়াঘাট অনার্স স্টুডেন্টস ফোরামের স্বেচ্ছাসেবক জাহ্নবী হক আদ্রিতা বলেন, “আমরা আমাদের সাধ্য মত এসব অসহায় মানুষকে সাহযোগিতা করছি।এই কাজে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”

টিমএসবিসিসি এর হালুয়াঘাটের স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর আলম জিসান বলেন, “আমাদের এই কার্যক্রমের মাধ্যমে তাদের কেবল অল্প কয়েক দিনের খাবারের জোগান হবে।”

করোনাভাইরাসের এই সংকটের মধ্যে দরিদ্র ও অভাবীদের সহায়তায় এগিয়ে আসতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।