শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তৃতীয় দফায় বাড়াচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 11:09 AM
Updated : 5 April 2020, 11:10 AM

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।”

সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তাও ইতোমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।

১০ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। নতুন করে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এরসঙ্গে যুক্ত হবে।

শিক্ষা প্রতিষ্ঠান যত দিন বন্ধ থাকবে ততদিন সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ রাখা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করেছে সরকার। শিগগিরই প্রাথমিককেও সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।