ভাষানটেকে ঘরে আগুনে দগ্ধ জাকিরের মৃত্যু

রাজধানীর ভাষানটেকে বাসায় আগুন লেগে দগ্ধ গৃহকর্তা জাকির হোসেন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 10:50 AM
Updated : 2 April 2020, 10:50 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

৪৫ বছর বয়সী জাকির একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।পাঁচ দিন আগে অগ্নিকাণ্ডে তার শরীরের ৫৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানিয়েছেন।

তার স্ত্রী আফরোজা রানী (৩৫) ও ছেলে রিয়াদ হোসেনও (১৭) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

রানীর শরীরের ৩২ শতাংশ ও রিয়াদের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাকিরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি। মিরপুর একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। আর তার স্ত্রী রানীও পোশাক কারখানার শ্রমিক। তাদের সন্তান রিয়াদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন।

এই দম্পতির ছোট ছেলে রিফাত হোসেন একটি হোটেলে কাজ করে এবং সেখানেই রাতে থাকে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেছিলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম ভাষানটেকের শ্যামল পল্লীর ১৩ নম্বর সেকশনের টিনশেডে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা যান। কিন্তু আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। আগুনে তিনজন দগ্ধ হন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘরে আগুন লেগে তারা দগ্ধ হন বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।