হজ: অপেক্ষায় থাকতে বললেন সৌদি মন্ত্রী

নভেল করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এ বছর হজ পালনের পরিকল্পনা যারা নিয়েছেন, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 07:19 PM
Updated : 31 March 2020, 07:19 PM

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার তার এই বক্তব্য প্রচারিত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

হজ গমনেচ্ছুদের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আরও স্পষ্ট বার্তা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সৌদি মন্ত্রী।

প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে গিয়ে হজব্রত পালন করেন। ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনায় হয় হজের আনুষ্ঠানিকতা।

এবার নভেল করোনাভাইরাস মহামারীতে সৌদি আরবও আক্রান্ত। দেশটিতে এই পর্যন্ত দেড় হাজারের মতো রোগী ধরা পড়েছে, তার মধ্যে ১০ জনের মৃত্যু ঘটেছে।

সংক্রমণ ঠেকাতে সৌদি আরব বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে; বাংলাদেশের সঙ্গেও বিমান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ থেকে প্রতি বছর ১ লাখের বেশি মুসলমান হজ করতে যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরে হজের জন্য আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরুর পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশে এখন হজযাত্রীদের নিবন্ধন চলছে; নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশে অবরুদ্ধ অবস্থা চলার প্রেক্ষাপটে নিবন্ধনের সময় ৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।