৮০০ হতদরিদ্রকে খাবার দিলেন মেয়র খোকন

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে অবরুদ্ধ অবস্থার মধ্যে ৮০০ জন হতদরিদ্র মানুষকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 04:39 PM
Updated : 31 March 2020, 04:39 PM

মঙ্গলবার বিকেলে হাই কোর্ট মাজার এলাকায় হতদরিদ্র, দিনমজুর, রিকশাচালকদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ এবং একটি করে সাবান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের সময় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র খোকন।

তিনি বলেন, “এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।