করোনাভাইরাস: মাঝি ও কুলিদের পাশে বিআইডব্লিউটিএ

নভেল করোনাভাইরাসের মহামারীতে অচলাবস্থার মধ্যে কর্মহীন হওয়া বুড়িগঙ্গা ও সদরঘাটের দরিদ্র মাঝি ও কুলিসহ দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 08:51 AM
Updated : 30 March 2020, 08:51 AM

এমন ২০০ কর্মহীন পরিবারের মধ্যে সোমবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের প্যাকেট বিতরণ করা হয় বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দীন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যাত্রীবাহী লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় দিনমজুর কুলিদের এবং নদী পথে সার্বিক যাতায়াত কমে যাওয়ায় শতশত মাঝির জীবন চলা কঠিন হয়ে পড়েছে। তাই তাদের পাশে দাঁড়িয়েছে। নিয়মিতই এসব খদ্যপণ্য বিতরণ করা হবে।

২০০টি প্যাকেটের প্রতিটিতে ৫/৩ কেজি চাল, দুই/এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা কেজি লবন, আধা কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান রয়েছে বলে তিনি জানান।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর‌্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবা ছাড়া যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৪৯ জন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন; মারা গেছেন ৫ জন।