করোনাভাইরাস: ছুটিতে মেয়াদোত্তীর্ণ ফিটনেস নবায়নে জরিমানা মাফ

নভেল করোনাভাইরাসের মহামারীতে সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো নবায়নে জরিমানা মওকুফ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 09:30 AM
Updated : 28 March 2020, 09:30 AM

নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন পর্যন্ত এসব মেয়াদোত্তীর্ণ গাড়ির ফিটনেস নবায়ন করা যাবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এতে বলা হয়, “করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেস এর সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।”

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, জনগণকে বলা হয়েছে নিজ নিজ ঘরে অবস্থান করে এই ‘প্রতিরোধ যুদ্ধে’ অংশ নিতে।