বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক, শিল্প-সাহিত্য সমালোচক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 11:19 AM
Updated : 23 March 2020, 11:19 AM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘ সাত মাস ধরে শয্যাশায়ী ছিলেন ৮৪ বছর বয়সী এই অধ্যাপক।

ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদক পান তিনি।