করোনাভাইরাস: সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মুজিববর্ষের অনুষ্ঠানমালা কাটছাঁট হওয়ার পর এ উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করা হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 11:25 AM
Updated : 21 March 2020, 12:10 PM

দুদিনের এই অধিবেশন রোববার শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু তা স্থগিতের খবর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

আইনসভার অধিবেশন রাষ্ট্রপ্রধানই আহ্বান করে থাকেন।

অধিবেশন স্থগিত করে রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে, “সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, ২২ মার্চ আহুত একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনকরোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে স্থগিত ঘোষণা করিতেছি।”

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এবছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি সরকার নেওয়ার পর গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাসের কথা ছিল।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও নিশ্চিত হওয়ার পর গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান কাটছাঁট করা হয়।