চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত

নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 11:10 AM
Updated : 21 March 2020, 01:03 PM

আগামী ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল।

তিনটি নির্বাচনই স্থগিতের সিদ্ধান্ত শনিবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যে অন্য তিনটি নির্বাচন স্থগিতের ঘোষণা দিল ইসি।

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারী রূপ নেওয়ার পর বাংলাদেশেও রোগী ধরা পড়লে সব নির্বাচন স্থগিতের দাবি উঠেছিল।

স্বাস্থ্য অধিদপ্তরও বলছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি আছে।

কিন্তু তা উপেক্ষা করেই ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণে অটল থাকে ইসি, কিন্তু তিনটি স্থানেই ভোটার উপস্থিতি হয় নগণ্য সংখ্যক।

এর মধ্যেই দুপুরে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসির সভার পর বিকালে সংবাদ সম্মেলনে এসে ২৯ মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিব মো. আলমগীর।

তিনি বলেন, “যদিও খুব সীমিত পর্যায়ে করোনার প্রভাব, তবুও ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপনির্বাচন স্থগিত করেছে।

“অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে নির্বাচন; করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন করতে হবে এপ্রিলের মধ্যে; জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি ভোট করতে হবে।