ঢাকা-১০ উপনির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 04:26 AM
Updated : 21 March 2020, 07:02 AM

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।    

ওই সময় তার সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ভাস্তে শেখ ফজলে নূর তাপস মেয়র হতে পদত্যাগ করায় এই আসনে উপনির্বাচন হচ্ছে।

শেখ হাসিনা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “আমি এইমাত্র আমাদের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে ভোট দিয়েছি নৌকা মার্কায়। আমি চাই, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুক।

“আপনারা জানেন ঢাকা-১০ আসনে যিনি ছিলেন, তিনি মেয়র নির্বাচনে নির্বাচিত হয়ে গেছেন। সেজন্য এই সিটটা খালি হল।”

নভেল করোনাভাইরাস সংক্রমণে আতঙ্কের মধ্যেই শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উপনির্বাচন ভোটগ্রহণ চলছে।

ভাইরাস সংক্রমণ এড়াতে ভোটকেন্দ্রে স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে ইসি।