১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 04:13 AM
Updated : 21 March 2020, 04:53 AM

দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর।

এর মধ্যে কয়েকটি দেশ এর আগে সেদেশের সঙ্গে অন্য দেশের বিমান চলাচল বন্ধ করেছিল নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে।

১০টি দেশের সঙ্গে শনিবার মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দেশগুলো থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

“এ সংক্রান্ত নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়ায় গোটা পৃথিবীতে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।