‘কোটি মানুষের কণ্ঠস্বর’র মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শিরোনামের স্মরণিকার মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 07:18 PM
Updated : 18 March 2020, 07:18 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জানিয়েছে, গত মঙ্গলবার গণভবনে তাদের স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই মলাটের মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ ও  ইংরেজিতে ,‘ভয়েস অব মিলিয়ন্স’ স্মরণিকার বিষয়বস্তুর মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী, শেখ রেহানার কবিতা, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত সচিত্র জীবনী।

স্মরণিকায় নিবন্ধ-স্মৃতিকথা লিখেছেন শেখ হাসিনা, শেখ রেহানা, প্রণব মুখার্জি, অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কামাল আবদুল নাসের চৌধুরী ও সৈয়দ বদরুল আহসান।

এছাড়া রয়েছে বঙ্গবন্ধুর স্মরণীয় বাণী, বঙ্গবন্ধু সম্পর্কে বিশিষ্টজনদের স্মরণীয় উক্তি, বাঙালির মুক্তির সনদ ছয় দফা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ, বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থগুলোর পরিচিতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যদের নামের তালিকা।