নারায়ণগঞ্জে মটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এসআইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মটরসাইকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2020, 05:18 PM
Updated : 13 March 2020, 05:18 PM

নিহত এ কে এম ফজলুল হক (৩৮) পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। মালিবাগে এসবির প্রধান কার্যালয়ে নিয়োজিত ছিলেন তিনি।

শুক্রবার বিকালে গাউছিয়া নলপাথর এলাকায় তিনি দুর্ঘটনায় শিকার হন বলে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ফজলুল হক মটরসাইকেল চালিয়ে কাঞ্চন ব্রিজ থেকে গাউছিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে বলে জানানই পরিদর্শক আজাদ।

ফজলুল হক এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন বলে তার তার মামা সুজন জানান।

ফজলুল হকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর গ্রামে। তার বাবা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল হক একজন বীর প্রতীক।

দুই কন্যা সন্তানের জনক ফজলুল হক মালিবাগে পরিবার নিয়ে থাকতেন।