ঢাকায় অভিযানে ৪২ ছিনতাইকারী গ্রেপ্তার

টানা কয়েকদিন বিশেষ অভিযান চালিয়ে ৪২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 09:15 AM
Updated : 29 Feb 2020, 09:15 AM

এদিকে এই অভিযানের মধ্যে শনিবার ভোরে মুগদায় ছিনতাইকারীদের কবলে পড়ে এক নারী মারা গেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে। তাতে দুই দিনে ৪২ জন গ্রেপ্তার হয়েছে।

তারা সকলেই পেশারদার ছিনতাইকারী জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে ৮৫টি মোবাইল ফোন, চাপাতি উদ্ধার করা হয়।

রিকশাযাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।

পূর্ণাঙ্গ সাজার ব্যবস্থা করা না গেলে এধরনের অপরাধ কমানো সম্ভবপর নয় বলে মনে করেন তিনি।

পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি। বিভিন্ন জেলা থেকে থেকে বাসে, ট্রেনে, লঞ্চে আসা যাত্রীদের লক্ষ্য করে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা। যে সব জায়গায় রাস্তার আলো নেই সেখানে তারা আক্রমণ করে।

যে সব সড়কে বাতি নেই, সেখানে আলোর ব্যবস্থা করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বাতেন বলেন, ছিনতাইকারীরা মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। ঝামেলা এড়াতে ওই দোকানিরা ফোনগুলো খুলে পার্টস বিক্রি করে থাকে।