ঢাকায় যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল

বাংলাদেশে যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার পদে এসেছেন জাভেদ প্যাটেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 04:20 PM
Updated : 27 Feb 2020, 04:46 PM

কানবার হোসেন-বোরের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১৮ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন বোর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জাভেদ প্যাটেলের নিয়োগের কথা জানায় যুক্তরাজ্য সরকার।

বাংলাদেশে আসার আগে ব্রাসেলসে যুক্তরাজ্য সরকারের ইউরোপে সন্ত্রাস ও চরমপন্থা দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব পালন করেন জাভেদ।

২০০৭ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর জাতীয় নিরাপত্তা, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বাগদাদে পলিটিক্যাল কাউন্সেলরের দায়িত্ব পালনের পাশাপাশি কনস্যুলার ডাইরেক্টোরেটসের দায়িত্বও সামলেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন জাভেদ প্যাটেল।

জাতীয় নিরাপত্তা নিয়ে বিশেষায়িত জ্ঞান থাকলেও কূটনীতি, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন নিয়েও আগ্রহ রয়েছে তার।

ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “অনেক দেশে ডেপুটি হাই কমিশনার অন্য প্রধান শহরে (রাজধানীর বাইরে) হাই কমিশনের অধীনস্ত অফিস পরিচালনায় নেতৃত্ব দেন।

“ডেপুটি হাই কমিশনার কনসাল জেনারেলের মতো ভূমিকা পালন করেন। দায়িত্বরত শহর বা অঞ্চলে যুক্তরাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কনস্যুলার, ভিসা ও বাণিজ্য কার্যক্রমের দায়-দায়িত্ব তাদের উপরই বর্তায়।”

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় জাভেদ প্যাটেল বলেছেন, “আজকে আনুষ্ঠানিকভাবে হাই কমিশনে যোগ দিয়ে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে তাকিয়ে আছি আমি।”

মাত্র সাত বছর বয়সে শিশু শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আসা বোর ২০১৮ সালের জানুয়ারিতে ঢাকায় ডেপুটি হাই কমিশনার পদে নিয়োগ পান। ইরানে নিপীড়ন এড়াতে পালিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তার বাবা-মা।