সোমবারইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত ‘হাসিনা: এ ডটারস টেল’ডকুড্রামার প্রদর্শনীতে একথা বলেন তিনি।
ইতিহাসকেতরুণদের কাছে নিয়ে যাওয়া গ্রাফিক নভেল ‘মুজিব’ ও ‘জয় বাংলা কনসার্টের’ উদাহরণ টেনেরাদওয়ান মুজিব বলেন, “আমাদের বুঝতে হবে কীভাবে তরুণদের সঙ্গে যোগাযোগ করা উচিৎ।”
ভবিষ্যতেতরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ পদ্ধতি কেমন হবে, তা ঠিক করতে এখন থেকেই সবাইকে চিন্তা-ভাবনা করার পরামর্শওদেন তিনি।
ডকুড্রামানির্মাণের পেছনে ভাবনা তুলে ধরে রাদওয়ান বলেন, ”প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের কারণে অনেকের কাছেই যে বিষয়টি ধরা পড়ে না, তা হল তিনি বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের কন্যা।
”এখানেশেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উপস্থাপন ও পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করাহয়েছে।”
“এসময়ের মধ্যে তিনি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেকর্ডের জন্য আমাদের সঙ্গে যুক্ত হন।আমি তাকে বলি, আমার ছেলেকে কোলে নিয়েই বের হয়ে আসতে।”
ইউল্যাবেদুইশ শিক্ষার্থী ডকুড্রামাটি উপভোগ করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনার জীবনের অনেক অজানা অধ্যায় রয়েছে সেখানে।
ডকুড্রামাপ্রদর্শনী শেষে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পিপলু খান মঞ্চে এসে উপস্থিত তরুণদেরবিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বঙ্গবন্ধুরশততম জন্মবর্ষ উপলক্ষে করা এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের কর্মকর্তারা।
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখরেহানার জবানিতে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।
চলচ্চিত্রটিসারাদেশে মুক্তি পায় ২০১৮ সালের ১৬ নভেম্বর।