মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ফেরি-লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 12:19 PM
Updated : 24 Feb 2020, 12:19 PM

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ। আগামী ১৭ মার্চ থেকে এক বছর নানা আয়োজনে তা পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুজিববর্ষ’ উপলক্ষে সব মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ, লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।"