কিশোরগঞ্জে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 11:44 AM
Updated : 24 Feb 2020, 11:44 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে বিশ্ববিদ্যালয় হবে।  নতুন এই বিশ্ববিদ্যালয় হলে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫৩টি।

প্রস্তাবিত আইনে ৫৫টি ধারা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ নিয়ে আইনে বিস্তারিতভাবে বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে জানান আনোয়ারুল।