সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল ওরফে শাকিল মাজহারকে অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 12:34 PM
Updated : 23 Feb 2020, 12:35 PM

রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার অস্ত্র আইনের মামলায় রোববার শাকিলের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোর্শেদ আলম।

অপরদিকে শাকিলের পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে শাকিলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা গেছে।

শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ গুলিভর্তি পিস্তলও উদ্ধার করা হয়।

পরে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ খান।