চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ডিএসসিসির সহায়তা

ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় এক বছর আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে সহায়তায় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 03:13 PM
Updated : 20 Feb 2020, 03:13 PM

ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের কেউ পেয়েছেন চাকরি, কাউকে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। আর্থিক সহায়তাও পেয়েছেন কোনো কোনো পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র, দোকানের বরাদ্দপত্র ও আর্থিক অনুদান তুলে দেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মধ্যে ২১ জনকে বিভিন্ন পদে চাকরি, চারজনকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা, দুইজনকে দোকানের বরাদ্দ দেওয়া হয়েছে।

মেয়র সাঈদ খোকন জানান, উচ্চশিক্ষা আছে এমন চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ের কাছে চারতলা ওয়াহেদ ম্যানশনে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমাদের সাধ্য মত তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সরকারি নিয়মকানুন মেনে চাকরির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব করব।”

অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।