রাষ্ট্রপতির সাথে জাম্বিয়ার আর্মি কমান্ডারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাম্বিয়ার আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মানিপাম্বার শিকাজউয়ি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 02:38 PM
Updated : 20 Feb 2020, 02:38 PM

বৃহস্পতিবার বিকেলে তিনি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দুই দেশের সেনা সদস্যদের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে যৌথ মহড়া আয়োজনের সম্ভাব্যতা যাচাই করার আহ্বান জানান।

ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং স্টাফ কলেজে বিভিন্ন প্রশিক্ষণের কথা উল্লেখ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, সেনা সদস্যরা এসব জায়গা থেকে উন্নত প্রশিক্ষণ নিতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল মানিপাম্বার তার বাংলাদেশ সফর এবং বাংলাদেশের সেনাপ্রধানসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশে জাম্বিয়ার সেনা সদস্যরা প্রশিক্ষণ নিয়ে চমৎকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সামনের দিনগুলোতে দুই দেশের সেনাসদ্যদের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন জাম্বিয়ার আর্মি কমান্ডার।