মেলার প্রথম ভাগে বই এসেছে প্রায় আড়াই হাজার
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2020 12:16 AM BdST Updated: 19 Feb 2020 12:24 AM BdST
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
-
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার মধ্যভাগ নাগাদ নতুন বই এসেছে দুই হাজার ৪৭৫টি, এর মধ্যে বিভিন্ন প্রকাশনী থেকে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫টি।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
সংবাদ সম্মেলনে তিনি বইমেলার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত সচিব ও পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, মেলা কমিটির সদস্য-সচিব জালাল আহমেদ ও স্থপতি এনামুল করিম নির্ঝর।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
একাডেমির মহাপরিচালক বলেন, “আমাদের পরিকল্পিত বঙ্গবন্ধু বিষয়ক শতগ্রন্থের অংশ হিসেবে আজ পর্যন্ত বাংলা একাডেমির ১৮টি নতুন গ্রন্থ প্রকাশ পেয়েছে।”
মেলায় বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ ঘিরে পাঠকের বিপুল আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটা আমাদের আনন্দিত করেছে। ইতোমধ্যে ‘আমার দেখা নয়াচীন’ বইটির প্রথম দুই সংস্করণ ২০ হাজার ও ৩০ হাজার করে মোট ৫০ হাজার বই বিক্রি শেষ হয়েছে।”
সোমবার পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রি এক কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকা বলে জানান তিনি।
মঙ্গলবারের নতুন বই

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
পাঠকের মুখোমুখি তিন তরুণ লেখক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর আয়োজনে পাঠকের মুখোমুখি হয়েছেন তিন তরুণ লেখক সাদাত হোসাইন, আবদুল্লাহ আল ইমরান ও কিঙ্কর আহ্সান।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের লেখক হয়ে ওঠার গল্পের পাশাপাশি পাঠকের নানা প্রশ্নেরও জবাব দেন তিন তরুণ।

তিনি বলেন, “মধ্যবিত্ত জীবনের নানা অভিজ্ঞতাই আমার লেখক হওয়ার প্রেরণা। জঙ্গিবাদসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে সর্বস্তরে বই ও সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি করা দরকার। তাহলেই পৃথিবী একদিন বইয়ের হবে।”
লেখক সাদাত হোসাইন বলেন, “সম্পর্কের সংকট ও সংযোগ নিয়ে দীর্ঘ পরিসরে আমার যে ভাবনা তা উঠে এসেছে আমার সাম্প্রতিক উপন্যাসে। বর্তমান সময়ের তরুণেরা ইউটিউবার, অভিনেতা, এমনকি গানের শিল্পীদের চিনলেও লেখকদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কেননা সমাজে পাঠাভ্যাসহীন একটা বিপুল শ্রেণি গড়ে উঠছে।”
তরুণ উপন্যাসিক আবদুল্লাহ আল ইমরান বলেন, “এক জীবনের বাইরেও যে আরও অসংখ্য জীবন আছে, তা জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। নদী তীরের পাটকল শ্রমিক এলাকায় বেড়ে ওঠায় প্রান্তিক মানুষের জীবন ও গল্প আমাকে টানে। সে সব গল্পই তুলে আনি উপন্যাসে। সর্বশেষ উপন্যাস চন্দ্রলেখায়ও দুই নারীর সংগ্রাম এবং তাদের ঘিরে আরও কিছু জটিল মানুষের গল্প বলেছি।”
অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রীতম চক্রবর্তী এবং সংগঠনের তিন তরুণ লেখক অসিত দেবনাথ অন্তু, তৈমুর রহমান মৃধা ও তানি তামান্না শুভেচ্ছা বক্তব্য দেন। শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাকসুর সদস্য রাকিবুল হাসান ঐহিত্য, মাহমুদুল হাসান ও রাইসা নাসের।
বইমেলার মূলমঞ্চের আয়োজন
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় মিনার মনসুর ও দিলওয়ার চৌধুরী সম্পাদিত ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুর রহমান সুলতান। আলোচনায় অংশগ্রহণ করেন জাহিদুল হক, জাফর ওয়াজেদ ও আসলাম সানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পদ বডুয়া।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার একুশে বইমেলার একটি স্টলে বইপ্রেমীদের ভিড়।
সভাপতির বক্তব্যে সম্পদ বড়ুয়া বলেন, “জাতির যে কোনো ক্রান্তিকালে কবিরাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের পর সাহসী প্রতিবাদ তাই ধ্বনিত হয়েছে কবিদের কলমেই আর সেই প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছে এ গ্রন্থটি।”
অধ্যাপক আনিসুজ্জামানকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা

বুধবারের অনুষ্ঠানসূচি
বুধবার অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিন। মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জালাল ফিরোজ রচিত ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মুজতবা আহমেদ মুরশেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ডালেম চন্দ্র বর্মণ, মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাব্বীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
-
বিচারের দীর্ঘসূত্রতায় হতাশ কর্নেল কুদরাতের পরিবার
-
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
-
নৌপথে সুষ্ঠু পণ্য পরিবহনে বিশেষ দৃষ্টি দিচ্ছি: প্রধানমন্ত্রী
-
পিলখানা হত্যাকাণ্ড: ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ
-
যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গা বিষয়ক দূত নিয়োগের পরামর্শ বাংলাদেশের
-
জমি দখলমুক্ত করে মাঠ তৈরি করা হবে: তাপস
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
জমি দখলকারীদের জন্য দলিল জালিয়াতি করত তারা
-
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৪১০ রোগী শনাক্ত
-
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
-
পিলখানা হত্যাকাণ্ড: চূড়ান্ত বিচারের অপেক্ষায় স্বজনহারা পরিবার
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়