রোহিঙ্গা নিয়ে কোনো কথা বলেনি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব ৪২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাপ দিচ্ছে বলে যে খবর এসেছে, তা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 12:26 PM
Updated : 12 Feb 2020, 12:26 PM

তিনি বলেছেন, সৌদি সরকার রোহিঙ্গা নিয়ে এখনও কিছু বলেনি।

সম্প্রতি এক সংবাদপত্রে খবর প্রকাশ হয় যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে চাপ দিচ্ছে দেশটির সরকার।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আসলে ঠিক না। এটা পেপার লিখেছে, আমাদের কাছে সৌদি আরব এই সম্পর্কে কিছুই বলে নাই।

“সুতরাং এটা আমরা যদি সরকারিভাবে না পাই, তাহলে এ সম্পর্কে আমাদের কমেন্ট করার কোনো কারণ নাই।”

তিনি বলেন, “রোহিঙ্গা যদি হয়, তারা তাদের দেশে যাবে, আমাদের এখানে কেন? বাংলাদেশি হলে আমরা নিশ্চয় দেখব।”

যৌথ কমিশনের সভায় সৌদি আরব বিষয়টি তুলেছে বলে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে মোমেন বলেন, “তাহলে উনারা (বাংলাদেশ মিশন) আমাদের জানাবে, আমাদের যদি জানায়, তখন আমরা কথা বলব। হঠাৎ করে এসব আসছে পত্রিকায়। আমাদের সরকারিভাবে যদি জানায়, তখন এগুলো নিয়ে আলাপ করব, তার আগে নয়।”

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্যাডিশনাল হেলথকেয়ার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) যৌথভাবে তিন দিনব্যাপী ওই প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম, ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বক্তব্য দেন।