পুরান ঢাকায় হামলায় দুই সংবাদকর্মী আহত

বন্ডেড ওয়ারহাউস সুবিধায় (শুল্ক-কর পরিশোধ ছাড়াই) আনা পণ্য অবৈধভাবে খোলাবাজারে বিক্রির বিরুদ্ধে অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় দুই সংবাদকর্মী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 10:53 AM
Updated : 11 Feb 2020, 11:15 AM

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে এই হামলায় আহতরা হলেন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল।

তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

ঘটনার বিষয়ে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক মৌ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুইজন অফিসের অ্যাসাইনমেন্টে অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তারা গাড়ি নিয়ে নয়াবাজারের জিন্দাবাহার পার্কের কাছে পৌঁছালে এই হামলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ওসি শাহিন ফকির বলেন, দুই দিন আগে নয়াবাজার কাগজের মার্কেটে বন্ড সুবিধায় আনা কাগজ বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।

“আজ আরমানিটোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকারী কাস্টমসের কর্মকর্তাদের সাথে পুলিশ সদস্যরা ছিল। কিন্তু ওই সাংবাদিকরা দুই দিন আগের অভিযানের নয়াবাজার এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা হয়।”