বুক আর ফেইসবুকে আকাশপাতাল পার্থক্য: জাফর ইকবাল

হাতে হাতে স্মার্টফোনের এই সময়ে সাপ্তাহিক ছুটির দিনের বিকালে জমজমাট বইমেলায় এসে ভক্তদের সেলফির আবদার মেটাতে হল লেখক জাফর ইকবালকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 05:38 PM
Updated : 7 Feb 2020, 05:39 PM

সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, শুধু স্মার্টফোনে ফেইসবুক নিয়ে থাকলেই চলবে না, কাগজের বইও হাতে নিয়ে পড়তে হবে।

এই অধ্যাপক বলেন, “বুক আর ফেইসবুকের ভেতরে কিন্তু আকাশপাতাল পার্থক্য। বুক একটা মানুষকে বিকশিত করে, আর ফেইসবুক মানুষকে নিমজ্জিত করে।”

জাফর ইকবাল বইমেলায় আসেন শুক্রবার শেষ বিকেলে। মোবাইল হাতে সেলফির জন্য তাকে ছেঁকে ধরে ভক্তের দল।

সেলফিতে খুব একটা আপত্তি না থাকলেও জাফর ইকবাল জানান, মোবাইল ক্যামেরার চেয়ে এদের হাতে বইয়ের সংখ্যা বেশি হলে তাতে বেশি আনন্দিত হতেন তিনি।

তিনি বলেন, “আমি লক্ষ করলাম, বইয়ের চেয়ে লোকজন ক্যামেরা নিয়ে আসছে, তারা সেলফি তুলতে চায়। একটা সময় ছিল যখন লোকজন বই নিয়ে আসত। তবে কিছু পাঠক বই নিয়ে আসছেন, আরও বেশি হলে ভালো লাগত।”

জাফর ইকবাল মনে করেন, বই পড়ুয়াদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি।

“যারা বয়স্ক, তারা আজকাল বেশি বই পড়ে না,” বলেন তিনি।