সন্দেহভাজন নারী জঙ্গি রিমান্ডে

জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবির সদস্য সন্দেহে রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তার আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 04:00 PM
Updated : 5 Feb 2020, 04:00 PM

২৮ বছরের এই নারী নব্য জেএমবির নারী শাখার প্রধান বলে সন্দেহ পুলিশের।

বুধবার তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সোহরাব হোসেন। 

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে উত্তর কমলাপুর এলাকা থেকে আসমানী খাতুনকে গ্রেপ্তার করেন জঙ্গি দমনে নিয়োজিত কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

আসমানীর গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানাপুর দক্ষিণপাড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।